সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিন বৈঠক বাতিল, মস্কোর কঠোর শর্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:১৯

সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে বড় ধাক্কা! প্রায় চূড়ান্ত হওয়ার পরেও শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। চলতি মাসে হাঙ্গেরির বুদাপেস্টে দুই নেতার দেখা করার কথা ছিল।

বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্প সরাসরি বলেছেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করে ‘সময় নষ্ট’ করতে চান না। বৈঠক বাতিলের কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

তাদের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের ঠিক আগেই মস্কো ওয়াশিংটনের কাছে একটি চিঠি পাঠায়। এতে ইউক্রেনকে আরও ভূখণ্ড হস্তান্তর, সশস্ত্র সদস্য কমানো এবং ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকার পুরোনো কঠোর দাবিগুলো আবারও উত্থাপন করা হয়।

ফিন্যান্সিয়াল টাইমসের দাবি, এই শর্তগুলো নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ফোনালাপ ছিল বেশ উত্তপ্ত। ফোনালাপের পরই রুবিও ট্রাম্পকে জানান, পুতিন সংলাপের জন্য ‘মোটেই প্রস্তুত নন’। এরপরই ট্রাম্প বৈঠক বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। চতুর্থ বছরে গড়ানো এই সংঘাত নিরসনে ট্রাম্পের পূর্বের চেষ্টাগুলোও ব্যর্থ হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top