সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

আগামী ৬ নভেম্বর টেসলায় ভাগ্য নির্ধারণী ভোট

বিশ্বের শীর্ষ ধনীর আসনে ইলন মাস্ক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১০:১৪

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক । সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় ধনীর আসন ধরে রেখেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চলতি মাসের ১ তারিখ ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়ও তিনি শীর্ষে রয়েছেন।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের সম্পদমূল্য আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ আগামী ৬ নভেম্বর টেসলায় একটি গুরুত্বপূর্ণ ভোট হবে— যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁকে কোম্পানির অতিরিক্ত এক লাখ কোটি মার্কিন ডলারের শেয়ার দেওয়া হবে কি না। তবে প্রস্তাবটি গৃহীত না হলে মাস্ক কোম্পানি ছাড়তে পারেন বলে জানিয়েছেন টেসলার চেয়ারম্যান রবিন ডেনহলম।

ইলন মাস্ক বর্তমানে টেসলা, স্পেসএক্স, এক্স (সাবেক টুইটার) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের সঙ্গে যুক্ত। টেসলার ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। শেয়ারের মালিকানা ছাড়াও প্রধান নির্বাহী হিসেবে বিপুল বেতনও পান।

গত ১ নভেম্বর মাস্কের মোট সম্পদমূল্য ছিল ৪৯৭ বিলিয়ন ডলার (৪৯ হাজার ৭০০ কোটি ডলার)। মাত্র এক মাস আগেই তাঁর সম্পদ ৬ বিলিয়ন ডলার কম ছিল। কিছুদিন আগে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদ স্পর্শ করেছিলেন। বিশ্লেষকদের ধারণা, মাস্কই হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার— অর্থাৎ এক লাখ কোটি ডলারের মালিক।


ফোর্বসের নভেম্বরের শীর্ষ ১০ ধনী 

ক্রম নাম প্রতিষ্ঠান সম্পদমূল্য (বিলিয়ন ডলার) পরিবর্তন (গত মাসের তুলনায়)
ইলন মাস্ক টেসলা, স্পেসএক্স, এক্সএআই ৪৯৭ +৬
ল্যারি এলিসন ওরাকল ৩২০ -২২
জেফ বেজোস অ্যামাজন ২৫৪ +২২
ল্যারি পেজ গুগল ২৩২ +৩০
মার্ক জাকারবার্গ মেটা (ফেসবুক) ২২৩ -২৯
সের্জেই ব্রিন গুগল ২১৫ +২৮
বার্নার্ড আর্নল্ট এলভিএমএইচ ১৮৩ +২৩
জেনসেন হুয়াং এনভিডিয়া ১৭৬ +১৪
স্টিভ বালমার মাইক্রোসফট ১৫৬ অপরিবর্তিত
১০ মাইকেল ডেল ডেল টেকনোলজিস ১৫৫ +১৪

 

বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদমূল্য বিশ্লেষণ করলে দেখা যায়, প্রযুক্তি খাতের উদ্যোক্তারাই এখন বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রণে। শেয়ারবাজারের ওঠানামা এবং উদ্ভাবনী উদ্যোগের সাফল্য সরাসরি প্রভাব ফেলছে তাঁদের সম্পদে।

বিশেষজ্ঞদের মতে, “যাঁদের হাতে প্রযুক্তি— ভবিষ্যতের সম্পদও তাঁদের হাতেই।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top