ভারতের তেলেঙ্গানায় বাস-লরির সংঘর্ষে নিহত ২০, আহত অর্ধডজনের বেশি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১২:৩৩
ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় সোমবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ভিকারাবাদ-হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় ঘটে এই দুর্ঘটনা, যেখানে একটি দ্রুতগতির পাথরবোঝাই লরি তেলেঙ্গানা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (আরটিসি) যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে।
দুর্ঘটনায় লরি উল্টে গেলে বাসের ওপর পাথর পড়ে। প্রথমে পুলিশ জানিয়েছিল, ১৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। পরে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে বাস চালক ও অন্তত ১০ জন নারী রয়েছেন।
চেভেল্লা কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেনডেন্ট ডা. রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, মৃতদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে এবং সামান্য আহত ৬ যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের পট্টনম মাহিন্দ্রা রেড্ডি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং ভাস্কর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি আহতদের হায়দ্রাবাদের গান্ধী হাসপাতাল ও ওসমানিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।