যুদ্ধবিরতি ভঙ্গ! ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪ বার চুক্তি লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৫:৫২
গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যে ইসরায়েল অন্তত ১৯৪ বার চুক্তি ভঙ্গ করেছে। ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস এই গুরুতর অভিযোগ এনেছে। অফিস পরিচালক ইসমাইল আল-থাওয়াবতেহ জানান, এর মধ্যে রয়েছে তথাকথিত 'হলুদ রেখা' অতিক্রম করে সামরিক অনুপ্রবেশ, গুলি, বিমান হামলা, এবং মানবিক ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশে বাধা দেওয়া।
'হলুদ রেখা' হলো একটি অদৃশ্য বিভাজন রেখা, যেখান থেকে ইসরায়েলি বাহিনী হামলা প্রত্যাহার করেছে। থাওয়াবতেহ সতর্ক করে বলেন, ইসরায়েলি বাহিনী বারবার এই রেখা অতিক্রম করে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে।
চুক্তির আওতায় অনুমোদিত ১৩,২০০ ট্রাকের মধ্যে মাত্র ৩,২০৩টি গাজায় প্রবেশ করতে পেরেছে—যা মাত্র ২৪ শতাংশ। ইসরায়েল ইচ্ছা করে রাফাহ সীমান্তে ৬ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে।
চুক্তিতে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি প্রবেশের কথা থাকলেও, তা হয়নি। মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৯,৫০০ ফিলিস্তিনি নিখোঁজ বা নিহত অবস্থায় পড়ে আছেন।
গাজা সরকারের তথ্য অনুযায়ী, ভূখণ্ডের প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। থাওয়াবতেহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারী এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।