মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ভারতে মারা গেলেন ‘হাসিনা’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৪:০২

ছবি: সংগৃহীত

হুগলি জেলার ডানকুনি এলাকায় এসআইআর (সিটিজেনশিপ ইনফরমেশন রেজিস্টার) আতঙ্কের প্রভাবে ৬০ বছর বয়সী হাসিনা বেগমের মৃত্যুতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত্যুর তথ্য অনুযায়ী, হাসিনা বেগম ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও তার মেয়ের সঙ্গে ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লিতে ভাড়া বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি ওই এলাকায় এসআইআর সংক্রান্ত একটি বৈঠক হয়। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম না থাকার খবর জানার পর তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগের কারণে তিনি বারবার অসুস্থ হয়ে পড়তেন।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ করে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাতেই হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা হাসিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ অভিযোগ করে বলেন, “এসআইআর নিয়ে বিজেপি জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দাবি করছে, ‘ধরে বের করে দেব, নাম কেটে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব।’ এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে, কেউ আত্মহত্যা করছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং এই রাজনৈতিক চক্রান্তের তীব্র বিরোধিতা করছি।”

ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম জানান, ২০০২ সালের ভোটার তালিকায় হাসিনা বেগমের নাম না থাকার খবর পাওয়ার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। ওই আতঙ্কে তার হৃদরোগের приступ ঘটে এবং মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া আরও একজন বাসিন্দা এসআইআর আতঙ্কে অসুস্থ হয়েছেন।

ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব ঘটনাস্থল পরিদর্শন করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top