বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মালদ্বীপে প্রজন্মভিত্তিক তামাক নিষিদ্ধ আইন: ইতিহাস গড়ল দ্বীপদেশটি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৭:২৯

সংগৃহীত

মালদ্বীপ ইতিহাস গড়েছে। দেশটি বিশ্বের প্রথম মুসলিমপ্রধান রাষ্ট্র হিসেবে ‘প্রজন্মভিত্তিক তামাক নিষিদ্ধ আইন’ কার্যকর করেছে। নতুন আইন অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ জীবনের কোনো পর্যায়েই তামাক কিনতে, ধূমপান করতে বা ব্যবহার করতে পারবে না।

শনিবার (১ নভেম্বর) থেকে আইনটি কার্যকর হয়েছে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় এই পদক্ষেপকে তামাকমুক্ত প্রজন্ম গড়ার লক্ষ্যে যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেছে।

দেশটিতে এখন থেকে তামাক বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করা বাধ্যতামূলক। ২০০৭ সালের পর জন্ম নেওয়া প্রজন্মের কাছে কোনো অবস্থাতেই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞা তামাকের সব ধরনকে অন্তর্ভুক্ত করেছে। এর আগে ইলেকট্রনিক সিগারেট ও ভ্যাপও দেশে নিষিদ্ধ করা হয়েছিল, যা সব বয়সের নাগরিকদের জন্য প্রযোজ্য।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় পাঁচ লাখ জনসংখ্যার মালদ্বীপে তামাক সেবন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, মালদ্বীপে ১৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ২৫ শতাংশ মানুষ তামাক সেবন করে। ২০২১ সালের জরিপে দেখা যায়, ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের মধ্যে এই হার প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।

ডব্লিউএইচও সতর্ক করেছে, প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ তামাকজনিত রোগে মৃত্যু ঘটছে। সংস্থাটি তামাককে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনস্বাস্থ্য বিপর্যয়গুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top