বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডব: নিহত ১১৪, জারি জরুরি অবস্থা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৮:০৯

সংগৃহীত

ফিলিপাইনে টাইফুন কালমেগি বা স্থানীয় নাম টিনোর ভয়াবহ তাণ্ডব! এ পর্যন্ত দেশটিতে এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১১৪ জনের প্রাণহানি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

টাইফুন কালমেগির প্রভাবে লুজন, মিন্ডানাও সহ ১০ থেকে ১২টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল ভিসায়াস অঞ্চল। এখনো ১২৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

এই দুর্যোগে ৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং প্রায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রবল বাতাসে ছাদ উড়ে যাওয়া, গাছ উপড়ে পড়া এবং ভূমিধসের কারণে বহু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

সেনা ও উদ্ধারকর্মীরা দুর্গম এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এদিকে, ফিলিপাইন এলাকা অতিক্রম করার পর টাইফুনটি এখন দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে এবং শুক্রবার ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top