দক্ষিণ জাপানে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে নেই এখনও: জরুরি অবস্থা জারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৩৪
জাপানের দক্ষিণাঞ্চলে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি জেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ১৭০টিরও বেশি ভবন! গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগে, যা বুধবার সকাল পর্যন্তও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় মাছ ধরার বন্দর ও বিখ্যাত 'সেকি ম্যাকেরেল' উৎপাদনের এই প্রসিদ্ধ অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত। আগুন ছড়িয়ে পড়েছে নিকটবর্তী বনাঞ্চলেও।
এই বিপর্যয়কর পরিস্থিতিতে প্রায় ১৭৫ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ ঘটনায় এখন পর্যন্ত একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় ওইতা প্রিফেকচারের অনুরোধে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে জোর চেষ্টা চলছে, তবে এর সঠিক উৎস এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান নিতে পরামর্শ দিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।