ভারতের বিহারে
সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত, মাছ লুটতে ব্যস্ত হয়ে পড়ল জনতা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৮
ভারতের বিহার রাজ্যের সীতামারহি জেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী স্কুলছাত্র রিতেশ কুমার (ডাকনাম: গোলু) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষের অমানবিক আচরণে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) এনডিটিভি জানিয়েছে, রিতেশ স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সন্তোষ দাসের ছেলে। সকালে কোচিং ক্লাসে যাওয়ার পথে পুপরি থানাধীন ঝাঝিহাট গ্রামের কাছে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় আশপাশের মানুষ ছুটে আসলেও শিশুটির মরদেহের দিকে নজর না দিয়ে পিকআপ ভ্যান থেকে ছড়িয়ে পড়া মাছ লুটতে ব্যস্ত হয়ে পড়ে জনতা। কিছু মানুষ বস্তায় মাছ ভরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুপরি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভিড় ছত্রভঙ্গ করে এবং রিতেশ কুমারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।