বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাম্পের কুরুচিকর মন্তব্য: নারী সাংবাদিককে কুৎসিত আক্রমণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫০

সংগৃহীত

নিজের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নিউইয়র্ক টাইমসের একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ তিনি ওই প্রতিবেদনের সহলেখক, নারী সাংবাদিক কেটি রজার্সকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন।

প্রতিবেদনে পুরুষ সহলেখক ডিলান ফ্রেডম্যানের নাম উল্লেখ না করলেও ট্রাম্প নারী সাংবাদিক কেটিকে 'তৃতীয় শ্রেণির' এবং 'ভেতর ও বাইর—উভয় দিক থেকেই কুৎসিত' বলে মন্তব্য করেন।

মাত্র দুই সপ্তাহ আগে আরেক নারী সাংবাদিককে 'চুপ করো, পিগি' বলে ধমক দেওয়ার রেশ কাটতে না কাটতেই ট্রাম্পের এই কটুকাটব্য জেন্ডার–সংবেদনশীল আচরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্রাম্পের এই ব্যক্তিগত আক্রমণের কড়া জবাব দিয়েছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটির মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, বাজে নামে ডাকা বা ব্যক্তিগত আক্রমণ—কোনো কিছুই সত্যকে বদলাতে পারবে না।

নিউইয়র্ক টাইমস প্রশ্ন তুলেছে, অক্টোবরের শুরুর দিকে ট্রাম্প কেন এমআরআই স্ক্যান করিয়েছিলেন, যার কারণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ট্রাম্প অবশ্য তাঁর স্বাস্থ্যের ব্যাপারে স্বচ্ছ থাকার দাবি করেছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top