সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পদত্যাগের দাবি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ১৩:২৭
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের দাবিতে রাজধানী তেল আবিবের সড়কে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযান নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, গাজায় যুদ্ধের সূত্রপাত ঘটানো হামাসের হামলার দায়ভার নেওয়া থেকে নেতানিয়াহু প্রশাসন ইতিমধ্যেই বিরত রয়েছে।
বিক্ষোভকারীরা তেল আবিবের সড়কে নেতানিয়াহু বিরোধী পোস্টার হাতে ধরে আন্দোলন-স্লোগান দেন। ইসরায়েলের পতাকা শরীরে জড়িয়ে, নেতানিয়াহুর ব্যাঙ্গাত্মক মুখোশ পরে তারা প্রতিবাদ প্রকাশ করেন। এছাড়া, হামাসের হাতে আটকা থাকা শেষ ইসরায়েলির মরদেহ ফেরতের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।