সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৩

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে কঠোর মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার দুইজন ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পরই এই সিদ্ধান্ত আসে। হামলাকারী ছিলেন এক আফগান নাগরিক। এই হামলায় একজন গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা ইউএসসিআইএস-এর পরিচালক জো এডলো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রেসিডেন্টের নির্দেশে উদ্বেগজনক তালিকাভুক্ত প্রতিটি দেশের সব গ্রিন কার্ডধারীর ব্যাপক ও কঠোর পুনর্মূল্যায়ন শুরু করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাদের দেশে বিপদ বর্তমান—এরা আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি।” তিনি দাবি করেন, পূর্ববর্তী বাইডেন প্রশাসন যাচাইবিহীন বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছিল।

সরকারের এই নতুন সিদ্ধান্তে গ্রিন কার্ডধারী লাখো বিদেশির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিশ্লেষকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top