সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাজিল আবিষ্কার করল এক ডোজের ডেঙ্গু টিকা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৩

সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত দেশ ব্রাজিল এক ডোজের ডেঙ্গু টিকা আবিষ্কার করে বৈশ্বিক স্বাস্থ্য অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের অর্ধেকই ব্রাজিলের নাগরিক।

ব্রাজিলের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এনভিসা এক ডোজের এই নতুন টিকাটিকে অনুমোদন দিয়েছে, যার নাম বুটানটান–ডিভি। এটি ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য প্রয়োগযোগ্য। দীর্ঘ আট মাসের পরীক্ষা-নিরীক্ষা শেষে সাও পাওলোর সরকারি গবেষণা প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট টিকাটির অনুমোদন নিশ্চিত করে।

গবেষণায় ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর ওপর টিকাটি প্রয়োগ করা হয়। ফলাফলে দেখা যায়, নতুন এই টিকা ৯১.৬ শতাংশ কার্যকর, যা ডেঙ্গু প্রতিরোধে বৈশ্বিকভাবে সবচেয়ে শক্তিশালী সাফল্যগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

টিকা উৎপাদনে ব্রাজিল ইতোমধ্যে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তারা জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি প্রায় ৩ কোটি ডোজ উৎপাদন করা হবে। গবেষকদের দাবি, এক ডোজের এই টিকাই ডেঙ্গুর মারাত্মক প্রভাব থেকে নিরাপদ রাখতে সক্ষম হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top