রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

যুক্তরাষ্ট্রের এক তরফা সিদ্ধান্ত মানবে না ইউরোপ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪২

ইন্টারন্যাশনাল:

বিশ্ব নিয়ে যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্ত মেনে নেবে না ইউরোপ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘পরমাণু সমঝোতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া’ বা স্ন্যাপব্যাক মেকানিজমের বিরোধিতা করে একথা বলেন ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন তিনি।

ভিডিও লিংকে ম্যাকরন বলেন, “পরমাণু সমঝোতা থেকে চলে যাওয়ার পর এটি চালুর কোন এখতিয়ার নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। তাই আমরা এই ম্যাকানিজম মেনে নেব না”। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে দুর্বল করে ফেলবে বলে হুঁশিয়ার করেন তিনি। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ার আশংকাও তার।

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাকরণ বলেন, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে -এমন নিশ্চয়তা থাকতে হবে পরমাণু সমঝোতায়।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top