নেতানিয়াহু: তুর্কি ও কাতারি বাহিনী গাজায় প্রবেশ করবে না
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৩:১২
সোমবার (১৯ জানুয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো বাহিনী গাজায় প্রবেশ করবে না। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে তিনি এই সিদ্ধান্ত জানান।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুদ্ধ-পরবর্তী গাজার ব্যবস্থাপনা তদারকির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের গঠিত ‘গাজা এক্সিকিউটিভ বোর্ডে’ তুর্কি বা কাতারি কোনো সামরিক উপস্থিতি থাকবে না। তিনি আরও উল্লেখ করেন, ইসরাইলের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন দেশ দুটি কাতার ও তুরস্ক।
নেতানিয়াহু বলেন, “তুর্কি সৈন্য এবং কাতারি সৈন্যরা গাজায় থাকবে না।” তিনি স্বীকার করেছেন যে, এই বিষয়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নির্দিষ্ট যুক্তি রয়েছে।
গাজার নিরাপত্তা তদারকির জন্য গঠিত বহুজাতিক বাহিনীতে তুরস্ক যোগ দিতে আগ্রহ দেখিয়েছে, তবে কাতার এই প্রস্তাব গ্রহণ করেনি। সূত্র জানায়, উপসাগরীয় দেশের সামরিক বাহিনী এই ধরনের অবদানের জন্য উপযুক্ত নয়।
এর আগে ট্রাম্প পাকিস্তান, ভারতসহ কয়েকটি দেশের নেতাদেরও গাজার বাহিনীতে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।