বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৩:৩১

সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার ঘটনায় অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২২ সালের নারা শহরে এক নির্বাচনী সমাবেশ চলাকালীন সময়ে সাবেক নেতাকে গুলি করে হত্যা করার প্রায় সাড়ে তিন বছর পর বুধবার (২১ জানুয়ারি) এই রায় ঘোষণা করা হলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর বিচারের শুরুতে ইয়ামাগামি নিজেই অপরাধ স্বীকার করেছিলেন। তবে শাস্তি কতটা কঠোর হওয়া উচিত তা নিয়ে জাপানে মতবিরোধ দেখা গিয়েছিল। ৪৫ বছর বয়সী অভিযুক্তকে কেউ নিষ্ঠুর খুনি হিসেবে দেখলেও, তার ব্যক্তিগত সমস্যাপূর্ণ জীবনকে সমবেদনার দৃষ্টিতে দেখার দিকেও কিছু মানুষ রয়েছেন।

প্রসিকিউটররা বলেন, ইয়ামাগামি তার গুরুতর কাজের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য। কারণ সাবেক নেতার হত্যাকাণ্ড দেশের মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জাতির মর্মাহত করে। অপরদিকে, অভিযুক্তের আইনজীবী দল তাকে ‘ধর্মীয় নির্যাতনের’ শিকার হিসেবে দেখানোর চেষ্টা করেছেন।

বিবিসি জানায়, ইয়ামাগামির মা ইউনিফিকেশন চার্চের প্রতি অতিরিক্ত ভক্তি প্রদর্শন করতেন, যা পরিবারকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়েছিল। সাবেক নেতার সঙ্গে গির্জার সম্পর্ক বোঝার পর ইয়ামাগামি তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন।

সাজা শুনানির সময় নারা জেলা আদালতের বাইরে প্রায় ৭০০ জন মানুষ উপস্থিত ছিলেন। প্রকাশ্য দিবালোকে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী আবের মর্মান্তিক মৃত্যু এক বিতর্কিত ধর্মীয় প্রতিষ্ঠানের, বিশেষ করে ইউনিফিকেশন চার্চের সন্দেহজনক কার্যক্রম এবং এর অনুসারীদের কাছ থেকে আর্থিকভাবে ক্ষতিকর অনুদান আদায়ের বিষয়ক তদন্তের সূত্রপাত ঘটিয়েছে।

সূত্র: বিবিসি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top