রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

আবুধাবিতে ইউক্রেন–রাশিয়ার দ্বিতীয় দফার শান্তি আলোচনা শেষ, চুক্তি হয়নি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৩

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শেষ হয়েছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি না হলেও উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং ভবিষ্যতে নতুন বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছে। খবর জানিয়েছে রয়টার্স।

শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ জানুয়ারি) আবুধাবিতে অনুষ্ঠিত এ আলোচনায় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক হয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশটির একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি কাঠামোর প্রধান উপাদানগুলো আলোচনায় গুরুত্ব পায় এবং বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক।

বৈঠকে মূলত যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত, দনবাস অঞ্চলের বিতর্কিত এলাকার ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের জন্য কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে। এসব কাঠামোর মধ্যে যুদ্ধ শেষ করার শর্ত ও সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, উভয় পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই নতুন করে বৈঠক হতে পারে এবং ইউক্রেন আলোচনায় এগিয়ে যেতে প্রস্তুত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে আবুধাবির আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চার ঘণ্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। এক মার্কিন কর্মকর্তা জানান, বৈঠকটি ছিল ‘খুবই ফলপ্রসূ’ এবং যুদ্ধ শেষ করার সম্ভাব্য পথগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তবে দুই দিনের আলোচনার পরও কোনো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা আসেনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top