রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৭:০৬

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব, বিজিবি।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top