আস্থা ভোটে জিতলেন ইমরান খান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ০২:১১

জাতীয় পরিষদের আস্থা ভোটে শনিবার (০৬ মার্চ) জয়লাভ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি ইমরানের সরকারের বৈধতা আরও পাকাপোক্ত হল।
৩৪২ সদস্য বিশিষ্ট সংসদের নিম্ন কক্ষে ইমরান ১৭৮টি ভোট পেয়েছেন। প্রেসিডেন্টের আহ্বানে এক বিশেষ অধিবেশনে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। জয়ের জন্য ইমরানের দরকার ছিল ১৭২টি ভোট।
আস্থা ভোটে জিতেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত সপ্তাহে সিনেটে তার এক মন্ত্রীর হারের পর হঠাৎ করে সংসদে আস্থা ভোটের ডাক দেন ইমরান। শেষ পর্যন্ত জয় পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ আরও পোক্ত করলেন তিনি।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: আস্থা ভোট জিতলেন ইমরান খান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।