শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে; রয়টার্স-ইপসোস জড়িপ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সারা বিশ্বে করোনা মহামারির মধ্যেই আমেরিকার নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে।  এরই মধ্যে ভোটারদের মন জয় করতে প্রচারণায় নেমেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খুবই সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

এবার ধারণার চেয়েও জমজমাট লড়াই হতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। রয়টার্স-ইপসোসের চালানো যৌথ জনমত জরিপে দেখা গেছে, সুইং স্টেটগুলোতে (যেসব রাজ্যের ভোটাররা কোনো প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে নিশ্চিত নন) রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খুবই সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।  মূলত এ রাজ্যগুলোই প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ের নির্ধারক শক্তি।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অনলাইনের মাধ্যমে চলতি মাসের প্রথম দিকে ছয়টি সুইং স্টেটে জরিপটি চালায় রয়টার্স-ইপসোস। চলতি সপ্তাহে এর ফল প্রকাশিত হয়। তাতে দেখা গেছে, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনা রাজ্যে বাইডেন ও ট্রাম্পের পক্ষে জনমত সমান সমান। অন্যদিকে অ্যারিজোনা ও পেনসিলভানিয়ায় যথাক্রমে এক ও তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। উইসকনসিন ও মিশিগানে ট্রাম্পের চেয়ে বাইডেন পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

এই ছয়টি রাজ্যকে আসন্ন নির্বাচনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য হিসেবে ধরা হচ্ছে। এখানকার ভোটাররাই নির্ধারণ করে দেবেন বাইডেন নতুন প্রেসিডেন্ট হচ্ছেন, নাকি ট্রাম্পই আরেক মেয়াদে থাকবেন হোয়াইট হাউসে। এ রাজ্যগুলোতে বাইডেন ও ট্রাম্পের কেউই নিশ্চিত ব্যবধানে এগিয়ে নেই। তবে জাতীয় জনমত জরিপে এগিয়ে রয়েছেন বাইডেন। গত সোম ও মঙ্গলবার চালানো এ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে বাইডেন।

রয়টার্স-ইপসোস জরিপে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়েছে। কখনোই কলেজে পড়েননি- এমন শ্বেতাঙ্গদের মধ্যে ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয়তা বেড়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য জাতীয়ভাবে ট্রাম্প সমালোচিত হলেও আশ্চর্যজনকভাবে সুইং স্টেটগুলোর ভোটাররা এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি। এ ছাড়া সুইং স্টেটের বেশিরভাগ ভোটার মনে করেন, অর্থনীতি নিয়ন্ত্রণে বাইডেনের চেয়ে ট্রাম্প যোগ্য।

জাতীয়ভাবে ৫৬ শতাংশ মানুষ ট্রাম্পের করোনা মোকাবিলার পদ্ধতিতে সন্তুষ্ট নন। তবে সুইং স্টেটগুলোর ভোটাররা ট্রাম্পের করোনা মোকাবিলার পদ্ধতি নিয়ে খুব একটা চিন্তিত নন। অন্যদিকে সুইং স্টেটগুলোতে বেশিরভাগ ভোটার মনে করেন, অর্থনীতি নিয়ন্ত্রণ এবং চাকরির বাজার সৃষ্টিতে বাইডেনের চেয়ে ট্রাম্প বেশি দক্ষ। জনমত জরিপের এমন ফল একটি নিশ্চিত বার্তাই দেয়। আর তা হলো, যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে পুরোমাত্রায় বিভক্ত হয়ে পড়েছে।

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top