ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ২২:৫৭

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা

ইয়েমেনের রাজধানীয় সানায় হুথি বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। সংবাদটি প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের চলমান ড্রোন হামলার পর সৌদি সামরিক জোট এই হামলা চালালো। এর আগে গত শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের তেল স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরব জানায়, রাজধানী রিয়াদের একটি তেল স্থাপনায় ড্রোন হামলার পর ওই স্থাপনায় আগুন ধরে যায়।

হামলার পর সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি এক বিবৃতিতে নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার জন্য এই হামলা করা হয়েছে।

এছাড়া গতকাল শনিবার সৌদি সামরিক জোট বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংসের দাবি করে। তারা জানায়, সৌদি আরবের দক্ষিণের শহর খামিস মুসায়িত লক্ষ্য করে ওই ড্রোনটি প্রেরণ করা হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top