বাইডেনের ‘ইনশাল্লাহ’ ঝড় তুললো টুইটারে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ২৩:২২
ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে ডেমোক্র্যাটি প্রার্থী জো বাইডেনের মুসলিমদের ব্যবহৃত ‘ইনশাল্লাহ’ উচ্চারণ নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবারের (২৯ সেপ্টেম্বর) এই ঘটনাকে টুইটার ব্যবহারকারীদের অনেকেই ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে।
কিছুদিন আগে জো বাইডেন তার ব্যক্তিগত আয়করের তথ্য প্রকাশ করেছেন। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী জিল বাইডেন তাদের মোট সম্পদ ৯ লাখ ৮৫ হাজার ডলারের ৩০ শতাংশ আয়কর পরিশোধ করেছেন।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছায় নিজের আয়করের তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানা গেছে, গত ১৫ বছরের মধ্যে ১০ বছরই ট্রাম্প কোনও আয়কর প্রদান করেননি। সবশেষ, ২০১৬ সালে মাত্র ৭৫০ ডলার ও ২০১৭ সালে ৭৫০ ডলার আয়কর প্রদান করেছেন তিনি।
মঙ্গলবারের বিতর্কে ট্রাম্প এই প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি তুলে দাবি করেন, মিলিয়ন ডলার কর, মিলিয়ন ডলার আয়কর পরিশোধ করেছেন তিনি।
ট্রাম্পের সঙ্গে বাইডেনের নির্বাচনী বিতর্কে তার আয়কর প্রদানের বিষয়টি উঠে আসে। এসময় সঞ্চালক ট্রাম্পের কাছে আয়কর দাখিলের তথ্য কবে নাগাদ তিনি প্রকাশ করবেন এমন প্রশ্ন জানতে চান। সঞ্চালক ক্রিস ওয়ালেস বারবার এ ব্যাপারে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনারা সময় মতো তা দেখতে পাবেন।‘
এসময় প্রতিদ্বন্দ্বি বাইডেন ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেন- কবে? ইনশাল্লাহ?
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা হাস্যরস করে হলেও বাইডেনের ‘ইনশাল্লাহ’ মন্তব্য নিয়ে টুইটারে আলোচনার ঝড় তোলে। দ্রুতই প্রতিক্রিয়া জানান। অনেকে এই ঘটনাকে আমেরিকার জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন।
LMAOO did Biden just say Inshallah??? IM SCREAMING pic.twitter.com/mCdmIddlzs
— zaynab ☯︎︎ (@zaynabbashirr) September 30, 2020
তবে বাইডেন সাধারণ আরবি প্রকাশভঙ্গির বদলে হয়ত ‘জুলাইয়ে’ বলেছেন এমনটিও বলেছেন কেউ কেউ।
Did Biden say Inshallah?
We made it lmaooooo
— Hamed Aleaziz (@Haleaziz) September 30, 2020
টুইটারে অনেকে আবার নিজেদের বিস্ময় প্রকাশ করে বলছেন, ২০২০ সালে সবই সম্ভব।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।