বাংলাদেশিকে হত্যায় সৌদি নাগরিকের শিরশ্ছেদের রায়

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১৮:০৭

ছবি:  সংগৃহীত

দূতাবাস জানায়, ২০০৬ সালের জুন মাসে দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রলপাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারী সৌদি নাগরিক উমর আল শাম্মেরির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে।একপর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন।

গুলি করার পর উমর ঘটনাস্থল হতে পালিয়ে যান। দীর্ঘদিন তদন্তের পর ২০১৮ সালে স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরিকে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে। সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গেল ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয়।

সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার, নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার সন্তান। গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যায় সৌদি আরবে এক গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড দেয় আদালত।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top