সাইপ্রাসের ওপর থেকে আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ক্ষুব্ধ তুরস্ক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪১

মাইক পম্পেও এবং নিকোস আসানতাসিয়াদেস

আন্তর্জাতিক ডেস্ক। নিউজফ্ল্যাশ৭১.কম

সাইপ্রাসের ওপর থেকে আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল (মঙ্গলবার) সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আসানতাসিয়াদেসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টেলিফোন আলাপে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি জানান।

তবে, আমেরিকার এ ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে মার্কিন নেতৃত্বাধিন ন্যাটো জোটের একমাত্র মুসলিম সদস্য তুরস্ক। সাইপ্রাসের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে তুরস্কের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণায় সেই দ্বন্দ্ব আরো ঘণীভূত হয়েছে। আমেরিকার এ ঘোষণাকে ভালো চোখে দেখছে না এরদোয়ান সরকার। ৩৩ বছর ধরে সাইপ্রাসের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা বহাল হঠাৎ তা আংশিক তুলে দেয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছে তুরস্ক।

গতকালের টেলিফোন আলাপে পম্পেও এবং সাইপ্রিয়ট প্রেসিডেন্ট দু দেশের নিরাপত্তা বিষয়ক সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। পরে টুইটার পোস্টে পম্পেও বলেন, পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাস হচ্ছে আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। সাইপ্রাস দ্বীপের পুনঃএকত্রীকরণের বিষয়ে পূর্ণাঙ্গ সমাধানের জন্য আমেরিকার পক্ষ থেকে সমর্থনও ঘোষণা করেন মাইক পম্পেও।

১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে। উত্তর অংশ রয়েছে তুরস্কের সঙ্গে অন্য দিকে দক্ষিণ অংশ রয়েছে গ্রিসের সঙ্গে যা গ্রিক সাইপ্রিয়ট হিসেবে বিশ্বে পরিচিত।

এমকে/এসএফ৭১

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top