বৃহঃস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ২৫

Nasir Uddin | প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৫:৪৪

ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। গাজার চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজা সিটিতে সোমবার ফাহমি আল-জারজাওয়ি স্কুল লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে দুজন রেড ক্রস কর্মী এবং এক সাংবাদিকও রয়েছেন। নিহতদের মধ্যে মাত্র ১১ বছর বয়সি গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেছে দেখা যায়, ওই স্কুলের বিশাল অংশে আগুন জ্বলছে। অনেক লাশ পুড়ে গেছে। যাদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া অনেকে গুরুতর আহত হয়েছে।

স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্তপ্রধান মোহাম্মদ আল-কাসিহও রয়েছেন। এ ছাড়া হামলায় তার স্ত্রী ও শিশুও রয়েছে।

এই স্কুলে হামলার আগে গাজা সিটির একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চার জন নিহত হয়েছে।

কয়েক দিন ধরে গাজার বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোববার গাজাজুড়ে হামলায় অন্তত ৫৭ জনের নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্রগুলো।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজায় প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু বেশি। এই সময়ে আহত হয়েছেন প্রায় ১ লাখ ২৩ হাজার মানুষ।

গতকাল গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, উপত্যকার ৭৭ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top