শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ থামাতে ফ্রান্সের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ১৭:৩৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিরোধপূর্ণ অঞ্চল নাগর্ণো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজান সংঘাত থামাতে এবার উদ্যোগ নিয়েছে ফ্রান্স। সাথে থাকবে রাশিয়াসহ ইউরোপ-এশিয়ার প্রভাবশালী কয়েকটি দেশ।

ফ্রন্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-ইয়ভেস লে ড্রিয়ান বুধবার জানান, যুদ্ধ থামাতে দুই পক্ষকে আলোচনায় বসতে আহবান করা হয়েছে। আলোচনার স্থান ঠিক করা হয়েছে জেনেভা ও মস্কো। আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনায় যোগ দেবেন বলে আশা করেন তিনি। তবে তুরস্কের সামরিক সম্পৃক্ততা এ অঞ্চলে আন্তর্জাতিক দ্বন্দ্বের ঝুঁকি বাড়াতে পরে বলেও মন্তব্য করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দেশটির এক টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে পুতিন জানান, নাগর্ণো-কারাবাখে জন্য প্রতিরক্ষা চুক্তি প্রযোজ্য নয়। দুই দেশের মধ্যে ২৫ বছরের বেশি সময় ধরে লড়াই চলছে যা খুবই ভয়ঙ্কর। মানুষ মারা যাচ্ছে, উভয় পক্ষের অনেক ক্ষয় ক্ষতিও হচ্ছে। এ ইস্যুতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ানের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়ার কথাও জানান রাশিয়ার প্রেসিডেন্ট।

এদিকে সামরিক দ্বন্দ্বের অবসান ঘটলে আর্মেনিয়ার সাথে আলোচনায় রাজি আছে বলে জানিয়েছে আজারবাইজান। আর্মেনিয়ার বিরুদ্ধে বাকু-তিলিসি-সিহান তেল পাইপলাইন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগও করেছে দেশটি।

এনএফ৭১/আরওয়াই/জুআসা/২০২০

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top