কেনিয়ায় নিষিদ্ধ হচ্ছে পুলিশে-পুলিশে প্রেম-বিয়ে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২১, ০৮:১৪
![কেনিয়ায় নিষিদ্ধ হচ্ছে পুলিশে-পুলিশে প্রেম-বিয়ে](https://newsflash71.com/uploads/shares/2021/kenia-marriage-2021-05-02-00-14-05.jpg)
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে একে অপরের সঙ্গে প্রেম-বিয়ে নিষিদ্ধ করা হচ্ছে। শুক্রবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে কেনিয়ায় মন্ত্রিপরিষদ সচিব ফ্রেড ম্যাটিয়াংয়ের এ সংক্রান্ত বক্তব্য তুলে ধরা হয়।
সেখানে ফ্রেড ম্যাটিয়াং জানান, কেনিয়ার পুলিশ বাহিনীতে চলমান সংস্কারের অংশ হিসেবে এ বিষয়গুলো পর্যালোচনা করা হবে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'আমরা আশা করি না যে, আপনি এখান থেকে চলে যান। আমরা এটাও চাই না যে, আপনার অধিনস্ত কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। দুই পুলিশ কর্মকর্তার মধ্যে সম্পর্ক হলে তাদের একজনকে চাকরি ছাড়তে হবে।'
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কেনিয়ার পুলিশ বিভাগে যৌন হয়রানি ও লিঙ্গ বৈষম্যের অভিযোগ উঠায় পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ জন্য চলতি বছরের জুলাই থেকেই পুলিশের জন্য নতুন আইন চালু করা হতে পারে। ইতোমধ্যে এ সংক্রান্ত খসড়া তৈরি করতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। যা জাতীয় সুরক্ষা কাউন্সিলে জমা দেয়া হবে। কারণ এ সিদ্ধান্ত কার্যকর হতে হলে কাউন্সিলের অনুমোদন লাগবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।