তৃণমূল এগিয়ে তবে পিছিয়ে মমতা!

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২১, ১৮:৪৩

তৃণমূল এগিয়ে তবে মমতা পিছিয়ে!

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ২৯৪ টির মধ্যে ১৯১ আসনে ভোট গণনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। বড় কোন বিপর্যয় না হলে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করতে চলেছে। তবে সমস্যা হলো মমতা ব্যানার্জির আসন নিয়ে।

সর্বশেষ ভোট গণনায় নন্দীগ্রামের আসনে মমতা ব্যানার্জি তার বিজেপি প্রতিপক্ষ সুভেন্দু অধিকারীর চেয়ে পিছিয়ে আছেন। তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষে এই আসনে সুভেন্দু অধিকারী প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে আছেন।

সোনারপুর দক্ষিণে দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২ হাজার ভোটে তৃণমূল এগিয়ে আছে। ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।

এর আগে প্রথম দফায় গত ২৭ মার্চ ৩০টি, দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩০টি, তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১টি, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি, পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি, ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ৪৩ ও সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৪টি আসনে ভোট নেওয়া হয়। তবে দুই প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সপ্তম দফায় ৩৬ আসনের পরিবর্তে ৩৪ আসনে ভোট নেওয়া হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top