রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকার করলেন পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২১, ০৬:০৮

রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকার করলেন পুতিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

কুচকাওয়াজে ১২ হাজারের বেশি রুশ সামরিক সদস্য অংশ নেয়। এছাড়া ৭৬টি বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া দেয়। কুচকাওয়াজ চলাকালে আকাশে রঙিন ধোঁয়া উড়িয়ে রাশিয়ার পতাকা আঁকেন শুখোই-২৫ জঙ্গিবিমানের পাইলটেরা।

কুচকাওয়াজ উপলক্ষে রেড স্কোয়ারে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তার দেশ সব সময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে। এর পাশাপাশি দেশ ও জাতির স্বার্থ রক্ষা করেছে। তিনি আরো বলেন, রুশ জনগণ যাতে অনিরাপদবোধ না করে সে বিষয়ে সোচ্চার রয়েছে তার সরকার।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top