আফগানিস্তানে পুলিশ সদর দফতরে শক্তিশালী বিস্ফোরণ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ১৪:২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
রোববার (১৮ অক্টোবর) পশ্চিম আফগানিস্তানের ঘোর প্রদেশে পুলিশ সদর দফতরকে লক্ষ্য করে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কমপক্ষে ১২ জন বেসামরিক লোক নিহত এবং শতাধিক আহত হয়েছে। হতাহতের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।
তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৮ অক্টোবর) সকালে পুলিশ সদর দফতরের সামনের ভবনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল বলে ধারনা করছেন তারা।
ঘোরের গভর্নরের মুখপাত্র আরেফ আবির জানান,নিহত ও আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই বিস্ফোরণে পাশের ভবনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
যুদ্ধ বিধ্বস্ত দেশটি ২০০১ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর দখলে আছে। তা সত্ত্বেও দেশটির বেশিরভাগ অংশই জঙ্গিদের কবলে রয়েছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে অনুষ্ঠিত একটি চুক্তিতে ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে যে, যদি তালেবানরা তাদের হামলা বন্ধ করে তবে ২০২১ সালের মধ্যে তারা তাদের সমস্ত সেনা প্রত্যাহার করে নেবে।
তবে,ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জানান, সামরিক জোটের সদস্যরা কখন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন তা যৌথভাবে সিদ্ধান্ত নেবে।
এদিকে যুদ্ধ-বিধ্বস্ত দেশে চলমান সহিংসতার জন্য মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট এবং ন্যাটোকে দায়ী করেছে বিশ্লেষকগণ।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।