গ্রীসের পূর্ব ভূমধ্যসাগরীয় সারিতে ‘বন্দী’ ইইউ: এরদোগান
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ২১:৪৫

আর্ন্তজাতিক ডেস্ক:
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের অধিকার নিয়ে গ্রীস ও সাইপ্রাসের সাথে বিরোধে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের বিষয়ে বলেছেন, এই ব্লক গ্রিসের কাছে “বন্দী” হয়ে গেছে।
আগস্টে তুরস্ক ভূমিকম্প গবেষণা জাহাজ অরুক রেস এবং যুদ্ধজাহাজের বিতর্কিত সমুদ্র অঞ্চলে অবস্থান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তোলে।
সাময়িকভাবে জাহাজটি প্রত্যাহার করা হয়েছিল, তবে আবারো তা বুধবার ফেরত পাঠানো হয়।
শনিবার ইইউর অবস্থানকে “দ্বৈত ভূমিকা” উল্লেখ করে নিন্দা জানিয়ে এরদোগান বলেন, ইতোমধ্যে ব্লকের বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে।
বিতর্কিত জলে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে তুরস্কের অধিকার রয়েছে জানিয়ে এরদোগান বলেছিলেন, “পূর্ব ভূমধ্যসাগরে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথটি তুরস্ক ও তুর্কি সাইপ্রিয়টের অধিকারকে সম্মান, স্বীকৃতি প্রদান এবং হস্তান্তর করার মধ্য দিয়ে যায়। এগুলি ব্যতীত, আমরা হুমকির সাথে বা গেমগুলিকে কৌতুকের পর্যায়ে পৌঁছানোর বিষয়টি গ্রহণ করব না।
ইউরোপীয় ইউনিয়ন আংকারা পূর্ব ভূমধ্যসাগরে “উস্কানিমূলক” এবং “একতরফা কর্মকাণ্ড” করার অভিযোগ আনার একদিন পরেই এরদোগানের এই মন্তব্য এসেছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।