নাগর্নো-কারাবাখ: সংঘাত নিরসনে রাশিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৮:৩৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:
তুরস্ক ও ইরানের কব্জা থেকে আর্মেনিয়ানদের মুক্ত করার বিষয়ে দুই শতব্দী আগে থেকেই রাশিয়ানরা গর্বের সঙ্গে ঘোষণা করে আসছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই তুরস্কে হামলা করে পূর্বাঞ্চল এবং ভূমধ্যসাগরের সীমানা সম্প্রসারণ করে আর্মেনিয়ার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছিলেন সোভিয়েত নেতা জোসেফ স্টালিন।
কম্যুউনিস্ট পরবর্তী রাশিয়া তাদের প্রতিবেশী তুরস্কের হাত থেকে আর্মেনিয়ানদের রক্ষায় নানা কৌশল অবলম্বন করে আসছে।
১৯৯০ এর দশকের গোড়ার দিকে জাতিগত আর্মেনীয় অধ্যুষিত আজারবাইজানের একটি অঞ্চল নাগর্নো-কারাবাখকে নিয়ে কয়েক দশকের পুরনো সংঘাত যখন সেপ্টেম্বরের শেষদিকে আবারো মাথাচাড়া দিয়ে ওঠে তখন রাশিয়াই মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়। কিন্তু বারবার যুদ্ধবিরতি চুক্তি হলেও কোন পক্ষই তা কেন মানছেনা এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।
রাশিয়ার মধ্যস্থতায় গত ১০ ও ১৮ অক্টোবরের দু’টি যুদ্ধবিরতি চুক্তিই মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভেস্তে যায়।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় একটি নিবন্ধে সম্প্রতি এমন বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
তিনি লিখেছেন, দু’দেশের মধ্যে সমঝোতা চুক্তি হওয়া সত্বেও না মানার জন্য রাশিয়ার ভূমিকা নিয়ে তুরস্ক আগে থেকেই প্রশ্ন তুলে আসছে। পাশাপাশি যুদ্ধবিরতি না মানার জন্য যুক্তরাষ্ট্র,রাশিয়া ও ফ্রান্সের প্রতিও অভিযোগের তীর ছুড়েছে দেশটি। তুরস্কের অভিযোগ, সমঝোতার নামে আজারবাইজানের সাথে প্রতারণা করে আসছে যুক্তরাষ্ট্র,রাশিয়া ও ফ্রান্স।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান সম্প্রতি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র,রাশিয়া ও ফ্রান্স বরাবরই আরমেনিয়ার পক্ষে কথা বলে এবং গোপনে অর্থ ও অস্ত্র সরবরাহ করে আসছে। আর্মেনিয়ানদের প্রতি রাশিয়ার সমর্থনের বিষয়টি খোদ দেশটির নেতারা স্বীকার করেছেন। তারা মনে করেন মস্কো তাদের সাথেই আছে এবং নাগর্নো-কারাবাখ অঞ্চলটি তাদেরই থাকবে।
এ নিয়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ান টেলিভিশন ভাষণে বলেছেন, রাশিয়া আর্মেনিয়ার কৌশলগত মিত্র এবং তারা তাদের সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে যা নিয়ে কোন সন্দেহে নেই।
এদিকে নাগর্নো-কারাবাখক অঞ্চলের সংঘাতে এ পর্যন্ত ৭ শো’রও বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ অবস্থায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ রাশিয়ার ভূমিকা কতটা সফল তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। বিশেষত রাশিয়া আর্মেনিয়ার কৌশলগত মিত্র হওয়া সত্বেও উভয় দেশেরই যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে এই প্রশ্ন আরো জোরদার হয়েছে।
এনএফ৭১/আরওয়াই/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।