শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

থাইল্যান্ডে বিক্ষোভ সম্প্রচারের দায়ে টিভি চ্যানেল বন্ধ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৫:২৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:
সরকার প্রধান প্রায়ূথ চান-ওচা ও রাজা মহা ভাজিরালংকর্নের বিরুদ্ধে বিক্ষোভ সম্প্রচার করার অভিযোগে অনলাইন গণমাধ্যম ভয়েস টিভি চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সরাসরি বিক্ষোভের সম্প্রচারের অভিযোগ এনে এ নির্দশ দেয়। এছাড়া বন্ধের জন্য প্রক্রিয়াধীন আছে আরও তিনটি সম্প্রচার মাধ্যম।
সরকারের কঠোর অবস্থান উপেক্ষা করে থাইল্যান্ডে চলমান বিক্ষোভ ধীরে ধীরে বেড়েই চলেছে। এখন পর্যন্ত আটক হয়েছে অনেক প্রতিবাদকারী। বিক্ষোভ রুখতে এবার থাই সরকারের কঠোর থাবা পেড়েছ গণমাধ্যমের ওপর।
জানা গেছে, অনলাইন ভয়েস টিভি চ্যানেলটি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং তাঁর বোন ইংলাকের সিনাওয়াত্রা পরিবারের মালিকানাধীন। যাদেরকে ২০১৪ সালের অভ্যুত্থানে বর্তমান সরকার প্রধান প্রয়ূথ কর্তৃক ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর মুখপাত্র পুতচাপং নডথাইসং জানিয়েছেন,” ভয়েস টিভিতে মিথ্যা তথ্য আপলোড করে তথ্যপ্রযুক্তি আইনকে অমান্য করেছে ।” মঙ্গলবার অরেক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী প্রয়ূথ সংবাদমাধ্যম গুলিকে মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেন।
এদিকে, ভয়েস টিভির বার্তা প্রধান মহাখচাভর্ন জানিয়েছেন “আমরা আমাদের নীতিতে অটল থেকে আমাদের কাজ চালিয়ে যাব। সত্য জানানো আমাদের কাজ আর আমরা জনগণের সামনে সত্য টাকেই তুলে ধরতে চাই।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর অফ ক্যাম্পেইনস, মিং ইউ হাহ এক বিবৃতিতে জানিয়েছেন, “ভয়েস টিভি বন্ধের আদেশ দিয়ে কর্তৃপক্ষ গণমাধ্যমকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। যা একটি দেশের জন্য ক্ষতিকর হতে পারে।”
এনএফ৭১/আরওয়াই/জুআসা/আরআর/২০২০


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top