সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক:
সরকার সড়কে মানুষের জানমাল রক্ষায় দুর্ঘটনার সকল স্থান চিহ্ণিত করে তা সমাধানের কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কে চলাচলের সময় সবাইকে আইন মেনে চলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের গাড়ির চালকদের ওভারটেক করা বন্ধ করতে হবে। একটা গাড়ি চলে গেছে, এটাকে ওভারটেক করতেই হবে। তখন হুঁশ থাকে না, বেহুঁশ হয়ে ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। এ প্রবণতাটা বন্ধ করতে হবে।
তিনি বলেন, চালকদের পাশাপাশি যারা হেলপারের কাজ করে তাদেরও প্রশিক্ষণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
গাড়ির চালক এবং পথচারী সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলাচলের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ট্রাফিক আইন মেনে চলাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। চালকদের পাশাপাশি পথচারীদেরও সচেতন থাকতে হবে।
এসময় চালকদের কর্মঘন্টা নির্ধারণ করে মহাসড়কে তাদের বিশ্রামের ব্যবস্থা করার কথাও জানান প্রধানমন্ত্রী। সেই সাথে দুর্ঘটনা ঘটলে চালকের গায়ে হাত না তোলার আহ্বান প্রধানমন্ত্রীর।
চালকদের পাশাপাশি যারা হেলপারের কাজ করে তাদেরও প্রশিক্ষণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, যেখানে সেখানে রাস্তা পার হওয়া বন্ধ করতে হবে। ট্রাফিক রুল সবাইকে মেনে চলতে হবে। রাস্তা পার হতে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে।
এছাড়া দুর্ঘটনা রোধে সরকারি ও বেসরকারি সেক্টরের সব চালকের ডোপ টেস্টের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যারা গাড়ি চালাচ্ছে, তারা মাদক সেবন করে কি না, তাদের ডোপ টেস্টের মাধ্যমে তা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা চালকের জন্য এ পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য।
২০১৭ সাল থেকে ২২ অক্টোবরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। এই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিবসটি।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।