রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

বিএনপির অসংলগ্ন কর্মকাণ্ডই জনগণ থেকে বিচ্ছিন্ন করছে: হানিফ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৫:৫৫

কুষ্টিয়া থেকে:

বিএনপি জোটের অতীত অপকর্ম আর বর্তমানের নানা অসংলগ্ন কর্মকাণ্ডের কারণেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনপ্রিয়তায় তলানিতে পৌঁছে গেছে দলটি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার মিলনায়তনে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন।

হানিফ বলেন, এখন সরকারের বিরুদ্ধে কোনও ইস্যু থাক বা না থাক সরকারের বিরুদ্ধে অভিযোগ করাই তাদের মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে। বিএনপি জনগণ নিয়ে ভাবে না। এদের লক্ষ্যই হচ্ছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করা। আর তারা মনে করে এসব করলেই জনগণের কাছে আস্থা ফিরে পাবে।

তিনি আরও বলেন, তারা অভিযোগ করছেন তাদের কথা বলতে দেয়া হয় না অথচ প্রতিদিন এ দেশের জনগণ তাদের দেখছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে।

তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বা মিডিয়ার ওপর নজরদারি করা হচ্ছে এ ধরনের অভিযোগ স্ববিরোধী, এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। আমরা মনে করি এটা বিএনপির নেতাদের উচিত স্ববিরোধী কথাবার্তা থেকে তাদের সরে আসা।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top