নির্বাচন বর্জন করা বিএনপির খেলা: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৮:১৩

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন বর্জন করা বিএনপির খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘উপনির্বাচনে বিএনপি নামকায়াস্তে প্রার্থী দেয়, খুব হইচই করে, তারপর ইলেকশনের দিন দুপুরবেলা তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমি বলব এটা তাদের একটা পরিকল্পিত খেলা।’

বিএনপির মিথ্যাচারের ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, উপনির্বাচনের দিনে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিএনপি আগুন দিয়েছে তা প্রমাণিত।

করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, দুর্নীতি-অনিয়ম করে আয় করা টাকা করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির এ সময়ে জীবন বাঁচাতে কাজে আসেনি।
বলেন, ‘একটা সময় দেখা যেতো একটু থেকে আরেকটু হলেই চিকিৎসার জন্য বিদেশ চলে যেতো। কিন্তু করোনা বুঝিয়ে দিয়ে গেলো টাকা-পয়সার কোনও মূল্য নেই। আর মনে হয় করোনাভাইরাস এসেছে মানুষকে শিক্ষা দিতে।’
করোনা পরিস্থিতির এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। দেশের মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন পেতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে অগ্রিম বুকিং দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top