ঢাবির উন্নয়ন ফি কমলো ৫০ শতাংশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৭:১০

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যায় সিন্ডিকেট। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যায়ল কর্তৃপক্ষ।

উন্নয়ন ফি কমাতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়।

এদিকে, করোনাকালীন লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের আসন্ন শীতকালীন ক্লাস ছুটি ১৭ দিনের পরিবর্তে ৭ দিন করেছে।

এছাড়া, গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন করা হয়েছে বলেও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top