আজ থেকে মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮
১৩ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর আগের দিন ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের হলে ওঠার নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস শুরুর আগে স্টুডেন্ট সেকশনে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান নিশ্চিত করণ এবং ভ্যাকসিন সনদ এর ফটোকপি জমা দিতে বলা হয়। সেই সাথে প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীদেরকে নির্দেশনা দেওয়া হয় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণ এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে।
দেশে করোনা শনাক্তের পর অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ক্লাস বন্ধ করে দেওয়া হয় মেডিক্যাল শিক্ষার্থীদেরও। দীর্ঘ কয়েক মাস পর করোনা সংক্রমণ কমে যাওয়ায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মেডিক্যাল শিক্ষার্থী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।