মহাখালীতে বিমান বন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ২০:৪৫
নিজস্ব প্রতিবেদক:
পরীক্ষা ফি নির্ধারণ, করোনাকালীন পরীক্ষাগুলো পুনঃবিবেচনাসহ বেশকিছু দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার(৩ নভেম্বর) সকাল ১১টায় মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভে যানচলাচল বন্ধ হয়ে যায় মহাখালী-বনানী-বিমানবন্দর সড়কে। তবে দুপুর ২টায় কয়েকটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের মৌখিক আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। শিক্ষার্থীরা জানান, মৌখিক আশ্বাসে সড়কে অবস্থান প্রত্যাহার করলেও দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন তারা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আযম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীরা মূলত পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। করোনাকালীন সময়ে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো পুনরায় নেয়ার সিদ্ধান্ত হয়, বর্তমান পরিস্থিতিতে এসব পরীক্ষা না নেয়ার দাবিতেই এই বিক্ষোভ। বিক্ষোভে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।
এনএফ৭১/জেএস/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।