বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ১৮ অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ২২:৫১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করেছে। ১৫ অক্টোবর থেকে হল খোলা ও ১৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (জনসংযোগ শাখা) মো. মজনু মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রথমে পোস্ট–গ্র্যাজুয়েট প্রোগ্রামের (পিএইচডি) সব শিক্ষার্থী; আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএস) কৃষি, ফিশারিজ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শুধু ৪র্থ বর্ষ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৫ অক্টোবর সকাল থেকে হলসমূহ খুলবে। ১৮ অক্টোবর তাঁদের শিক্ষা কার্যক্রম শুরু হবে।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৩য় বর্ষের শিক্ষার্থীদের হল খুলবে আগামী ৫ নভেম্বর সকালে। তাঁদের শিক্ষা কার্যক্রম শুরু হবে ৭ নভেম্বর। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২য় ও ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৯ নভেম্বর সকাল থেকে হল খুলবে। ২১ নভেম্বর শুরু হবে তাঁদের শিক্ষা কার্যক্রম।

হলে থাকার ক্ষেত্রে অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকতে হবে শিক্ষার্থীদের। হলে প্রবেশের সময় আইডি কার্ড ও টিকা কার্ড প্রদর্শন বাধ্যতামূলক।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top