মেডিকেল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০, ১৫:২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ মোড়ে সেশনজটমুক্ত শিক্ষাবর্ষের দাবিতে অবরোধ করছেন দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৮ নভেম্বর) এ অবরোধ শুরু হয়। এতে করে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজট।
শিক্ষার্থীদের দাবি, সেশনজট দুর করে অনলাইন ক্লাস শুরু ও প্রুফ পরীক্ষা না নেওয়া, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়ায় দাবি মেডিকেল শিক্ষার্থীদের।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবিগুলো যে যৌক্তিক, তা কর্তৃপক্ষও মানছে কিন্তু সমাধান করছে না। আর তাই দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে নোটিশ না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।
প্রসঙ্গত, এই মহামারি করোনার কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা সব বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় ভুগছেন এসব শিক্ষার্থীরা। তারা আশঙ্কা করছেন সেশনজটের।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।