রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

অনলাইনে মৌখিক পরীক্ষা নেবে জাবি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ১৫:১৮

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহামারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার হলেও মৌখিক পরীক্ষা হয়নি। আর যেসব বর্ষের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা বাকি সেগুলো অনলাইনে নেয়া হবে। একই সাথে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির থিসিস অনলাইনে গ্রহণ ও মূল্যায়ন করা হবে।

সোমবার(৯ নভেম্বর) জাবি’র ডেপুটি রেজিস্ট্রার মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু হাসান জানান, জাবি’র স্নাতক শ্রেণির বিভিন্ন বর্ষের ও স্নাতকোত্তর শ্রেণির মৌখিক পরীক্ষা নেয়া হবে অনলাইনে। আর থিসিসের সফট কপি ই-মেইলের মাধ্যমে নিয়ে মূল্যায়ন শুরু হবে। কিন্তু ফল প্রকাশের আগেই থিসিসের হার্ড কপি জমা দিতে হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top