স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত আসছে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৪:৫০
নিজস্ব প্রতিবেদক:
আগামী বছরের এসএসসি-সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতি ও সিলেবাস শেষ করতে শিগগিরই মাধ্যমিক পর্যায়ের কিছু সংখ্যক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত নিতে পারেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।
প্রসঙ্গত, মহামারির করোনার কারণে ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।