ঢাবির দুই শিক্ষককে বরখাস্ত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক:
ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যহতি পাওয়া শিক্ষকরা হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম।
এ সভায় হাইকোর্টের আদেশে অধ্যাপক ড. অনুপ কুমার সাহাকে প্রায় দুই বছর পর পুনরায় বিভাগে যোগ দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।