এপ্রিলের শুরুতেও অব্যাহত থাকতে পারে ছাত্র আন্দোলন
রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১৩:৫৪
ছাত্ররাজনীতি ইস্যুতে আবারও উত্তপ্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সাড়ে চার বছর আগে ছাত্রলীগের কর্মীদের হাতে এক ছাত্র নিহত হওয়ার শিক্ষার্থীদের তীব্র আন্দোলনে রাজনীতি নিষিদ্ধ হয় বুয়েটে। এতদিন পর হঠাৎই আবার একই দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস।
অভিযুক্ত ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে বলে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে বুয়েটের শিক্ষার্থীরা।
এই আন্দোলন এপ্রিলের শুরুতেও অব্যাহত থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম ক্রাইসিস টোয়েন্টিফোর। তাদের প্রতিবেদনে বলা হয়, ৩১ মার্চ, কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টা থেকে প্রতিবাদ সমাবেশ করার কথা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ।
প্রতিবেদনে আরও বলা হয়, যেকোনো প্রতিবাদ সমাবেশের ওপর নজরদারি রাখবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। সমাবেশ সহিংস হলে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়া হতে পারে। এমন পরিস্থিতিতে গণগ্রেফতারের শঙ্কা জানিয়েছে ক্রাইসিস টোয়েন্টিফোর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।