রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

কেন ক্যাম্পাসে নেই ছাত্রলীগ নেতারা , জানালেন সাধারণ সম্পাদক

মেহেদী হাসান | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৮:০৮

ছবি: সংগৃহীত

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানান, ‘গত রাতে জামায়াত-শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান নিয়েছিল। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় আমরা নিজেরা হল ছেড়ে দিয়েছি। আমাদের কেউ বের করে দেয়নি।’

বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। পুরো ক্যাম্পাস আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল থেকেই ছাত্রলীগ নেতারা ক্যাম্পাস থেকে পালিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলা হয়। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাদের ধাওয়া দিয়ে বের করে দেওয়া হয়। গতকাল সংঘর্ষে ছয়জন নিহত ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা সারাদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top