বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

চলে যাওয়ার জন্য রেডি হন, সূর্যসেন হল ভিপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ক্যাফেটেরিয়ায় নোংরা পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে এরআগে ভিপি আজিজুল হক ক্যান্টিন ম্যানেজারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্যাফেটেরিয়া পরিদর্শনে গিয়ে তিনি পচা আলু, ডালে ডাল না থাকা, রান্নাঘরে সিগারেটের ফিল্টার, কর্মচারীদের হাফপ্যান্ট পরে কাজ করা ও মাথায় ক্যাপ না থাকার মতো অনিয়ম দেখতে পান।

আজিজুল হক ম্যানেজারকে সতর্ক করে বলেন, “১৫ দিনের মধ্যে উন্নতি না হলে চলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হোন।” এ ঘটনার ভিডিও ভাইরাল হলে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top