জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে হেনস্থা, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১২:২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের দিন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের ভিপি (সহসভাপতি) প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্থার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। পরে তাকে পুলিশে দেওয়া হয়, তবে পুলিশ তাকে ছেড়ে দেয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। মাহিমা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলেন। এ সময় হিজাব ও নিকাব পরিহিত মাহিমাকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা নিকাব ও মাস্ক খুলতে বলেন। সহ-সভাপতি কাজী জিয়াউদ্দীন বাসিত, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, বর্তমান সদস্য সচিব সামছুল আরেফিন এবং অন্যান্য নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মাহিমা আক্তার জানান, “আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলাম। ছাত্রদলের নেতারা এসে হেনস্থা করেন। সঙ্গে আমার এক আত্মীয় ছিলেন। আমরা গেটের বাইরে অবস্থান করছিলাম এবং হিজাব পরিহিত ছিলাম।”
অদম্য জবিয়ানের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, “মাহিমা আমার স্ত্রী এবং আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। সকাল থেকেই ছাত্রদল গেটের বাইরে ধাক্কাধাক্কি করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে স্বাভাবিক হয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বিষয়টি নজরে আসার পর তা সমাধান করা হয়েছে বলে জানান।
এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু ও হল সংসদ নির্বাচন কয়েক দফা পিছিয়ে শেষ পর্যন্ত ৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ও হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ শিক্ষার্থীর জন্য একটি ভোটবুথ থাকবে। ভোট গণনা করা হবে ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে।
নির্বাচনে প্রধান প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।