বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে, পক্ষপাতিত্বের অভিযোগ প্যানেলগুলোর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১২:১১

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থি মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল অংশ নিয়েছে। এ ছাড়া আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ শুরুর পর থেকেই ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি, ভোটারদের প্রভাবিত করা এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনা ঘটছে। তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন নম্বরকে অগ্রাধিকার দিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top