ঢাবিতে মাদকসেবী ও ভবঘুরাদের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ব্লেড-ছুরি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অভ্যন্তরে মাদকসেবী, ভবঘুরে এবং ভাসমান ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও এস্টেট অফিস। অভিযানটি ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে শুরু হওয়া এই অভিযানে উদ্বাস্তু ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য, ইয়াবা, ড্রাগ নেওয়ার সিরিঞ্জ এবং বিভিন্ন ধারালো অস্ত্রসহ ছুরি, ব্লেড ও কাঁচি উদ্ধার করা হয়েছে।
সামাজিক সেবা সম্পাদক এবি জুবায়ের জানান, “ঢাবি এমন একটি ক্যাম্পাস যেখানে মাদকসেবী ও ভবঘুরেরা অবস্থান করে। আমাদের লক্ষ্য ছিল ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ করা। তাই প্রক্টরিয়াল টিমের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও জানান, অভিযানে যৌনপল্লীর কার্ড, টাকা, চেক এবং মাদক ব্যবসার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সব জিনিস সরিয়ে প্রক্টরের কাছে হস্তান্তর করবে।
জুবায়ের বলেন, “ক্যাম্পাসে প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। আমরা বিশ্ববিদ্যালয়কে টেকসই ও নিরাপদ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।